ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল জানালেন গাভাস্কার-ইরফান

1-28-6784e15ee99fa.jpg

ক্রীড়া ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ৭টি দল। বাকি কেবল ভারত। চোটে আক্রান্ত তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হচ্ছে ভারতের। তবে কেমন হতে পারে ভারতের ১৫ জনের স্কোয়াড, কারা থাকছেন সেই দলে তা জানিয়েছেন দেশটির সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কার ও ইরফান পাঠান।

দেশটির ক্রিকেট নিয়ে বিশ্লেষণ ও ধারাভাষ্য দেওয়া দুই সাবেক ক্রিকেটার এক মত হয়েছেন ১৫ জন ক্রিকেটারের ব্যাপারে। যেখানে চমক হিসেবে মিডল অর্ডারে শ্রেয়াস আইয়াকে রেখেছেন দু’জনেই। সঙ্গে চোট নিয়ে শঙ্কায় থাকা তারকা পেসার জাসপ্রিত বুমরাহরও জায়গা হয়েছে সেই স্কোয়াডে। তবে জায়গা হয়নি সূর্যকুমার যাদবের।

পাঠান ও গাভাস্কার তাদের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে রেখেছেন ৩ উইকেটকিপার ব্যাটারকে। ঋষভ পান্ত, লোকেশ রাহুলের সঙ্গে জায়গা হয়েছে সাঞ্জু স্যামসনের। এর বাইরে পেসার হিসেবে তারা দলে রেখেছেন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, নিতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ শামিকে। দলে স্পিনার হিসেবে রাখা হয়েছে অভিজ্ঞ রবিন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে।

সুনীল গাভাস্কার ও ইরফান পাঠানের ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, শুভমান গিল, সাঞ্জু স্যামসন, মোহাম্মদ শামি, নিতিশ কুমার রেড্ডি।

Share this post

scroll to top