দামেস্কের মসজিদে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

852471-6781e8259c014.jpg

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার রাজধানী দামেস্কের উমায়াদ মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

শুক্রবার (১০ জানুয়ারি) মসজিদে একটি অনুষ্ঠানে খাবার নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

দামেস্কের গভর্নর মাহের মারওয়ান জানান, মসজিদে একটি অনুষ্ঠানে খাবার নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জুমার নামাজে অংশ নিতে মসজিদে থাকা ঘিনা নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় মসজিদ থেকে নিয়ে যেতে দেখেছেন।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল ওয়াতানের প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার জনপ্রিয় ইউটিউবার আবু ওমর বিনামূল্যে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল মসজিদটিতে। সেখানেই এ দুর্ঘটনা ঘটে।

খাবার বিতরণের আগেও এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ওমর। এই ইউটিউবার পেশায় একজন বাবুর্চি। তার তুরস্কে রেস্টুরেন্ট রয়েছে।

Share this post

scroll to top