কুয়েতে একটির বেশি গাড়ি রাখতে পারবে না প্রবাসীরা

car-kuet-672916cfea909.jpg

ডেস্ক রিপোর্ট: কুয়েতে অবস্থানরতদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে নতুন ট্রাফিক আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। নতুন আইনে একজন প্রবাসী নিজের নামে একটির বেশি গাড়ি রাখতে পারবেন না।

সম্প্রতি ট্রাফিক আইন লংঘনের ঘটনা বেড়ে যাওয়ায় কুয়েত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন নিয়মে এখন থেকে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স তিন বছরের জন্য দেওয়া হচ্ছে। অপর দিকে কোনো কোম্পানিতে ড্রাইভার পেশায় নিয়োজিত প্রবাসীদের ডিগ্রি সাটিফিকেট এবং কন্টাক্ট পেপারে বেতন ৬০০ কুয়েতি দিনার থাকতে হয়।

এছাড়া ২০১০ সালের পরে লাইসেন্স হয়ে থাকলে এবং যদি সে ড্রাইভিং পেশা ব্যতীত অন্য পেশায় তা পরিবর্তন করে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায়।

Share this post

scroll to top