চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে তোপ হরভজনের

ezgif-1-9ef70b7d9a-674ff8ccdce50-1.jpg

ডেস্ক রিপোর্ট:  আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন পর্যন্ত ভারত-পাকিস্তানের মত পার্থক্য দূর করতে পারেননি  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ, এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ নিয়েও দুদেশের তীব্র বৈরিতা তৈরি হয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু সেখানে ভ্রমণ করতে নারাজ ভারত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘পাকিস্তান যদি ভারতে আসতে না চায়, তবে তাই হোক। এতে আমাদের কিছু যাবে আসবে না।’

ভারতের চাওয়া, গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি।  এতে নিজেদের ম্যাচ তৃতীয় কোনো দেশে খেলবে ভারত।  তবে পিসিবি সব ম্যাচই পাকিস্তানে আয়োজন করার পক্ষে অনড়।

হরভজনের ভাষায়, ‘যে কোনও খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন- তারা আবুধাবি বা দুবাইতে খেলতে রাজি। আমরা আজকাল ভারত-পাকিস্তান ম্যাচ খুব কমই দেখি। পাকিস্তানের উচিত তাদের অহংকে দূরে সরিয়ে হাইব্রিড মডেলে রাজি হওয়া। কারণ, ভারতের কাছে পাকিস্তানে যাওয়া মানেই নিরাপত্তার সমস্যা।’

 ‘আমার পাকিস্তানের দর্শকদের জন্য খারাপ লাগছে।  তাদের দোষ নেই। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বদলাবে না। এটা দুর্ভাগ্যজনক যে তারা কোহলি এবং অন্যদের মত চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পেলেন না।’

নিজের খেলোয়াড়ি জীবনে বহুবার পাকিস্তান সফর করেছেন হরভজন। প্রতিবারই উষ্ণ সমর্থন পেয়েছেন দেশটির দর্শকদের কাছ থেকে।  কিন্তু সেটা এখন অতীত।  বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পিসিবিকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

হরভজন বলেন, ‘আমি যখন পাকিস্তানে খেলতে গেছি, ভালোই আতিথেয়তা পেয়েছি।  ওরা খাবারের জন্য আমাদের চার্জ নিত না।  সবসময় শাল উপহার দিত।’

‘পিসিবির কঠোর অবস্থান ছাড়া উচিত। টুর্নামেন্টটাকে অবাঞ্ছিত সমস্যার মধ্যে টেনে নিয়ে যাওয়াটা ঠিক না।’

Share this post

scroll to top