১ বলে ১২ রান, যেভাবে সম্ভব হলো

image-828333-1721017278.jpg

ক্রীড়া ডেস্ক :  বিশ্বরেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল। জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে ১ বলে ১২ রান করলেন তিনি। কী ভাবে এই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার?

পঞ্চম ম্যাচেও প্রথমে ব্যাট করতে নামে ভারত। প্রথম ওভারে বল করতে যান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দর রাজা। ব্যাট করছিলেন যশস্বী। সিকান্দর প্রথম বলটি করেন কোমরের উপরে ফুলটস। স্কয়ার লেগ অঞ্চলে ছক্কা মারেন যশস্বী। আম্পায়ার নো ডাকেন। পরের বলটি ফ্রি হিট ছিল। সেই বলে সোজা ছক্কা মারেন ভারতের বাঁহাতি ওপেনার। দুই ছক্কায় ১ বলে ১২ রান করেন তিনি।

ক্রিকেটের ইতিহাসে কোনো ম্যাচের প্রথম বলে কেউ ১২ রান করতে পারেননি। যশস্বী তা করেছেন। দলের রান হয়েছে ১ বলে ১৩। এটিও বিশ্বরেকর্ড। ম্যাচের প্রথম বলেই কোনো দল এত রান করতে পারেনি।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ভারত। সঞ্জু স্যামসন ৪৫ বলে ৫৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১২৫ রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। ২২ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ কুমার। ৪২ রানে ম্যাচ জেতে ভারত। ৪-১ ব্যবধানে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজে হারান শুভমন গিলরা।

Share this post

scroll to top