ফ্রান্স ও ডেনমার্কে নেটফ্লিক্সের অফিসে তল্লাশি, কিন্তু কেন?

3-6-672c4cd9c601c.jpg

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের প্যারিস ও ডেনমার্কের অ্যামস্টারডমে নেটফ্লিক্সের অফিসে মঙ্গলবার তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। নেটফ্লিক্সের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের প্রেক্ষিতে এ তল্লাশি চালানো হয়েছে বলে জানা গেছে সংবাদসংস্থা এএফপি সূত্রে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বরে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ। সেই সূত্রেই এই তল্লাশি। আর এই তল্লাশিতে প্যারিসে তদন্তকারীদের সঙ্গে আছেন আর্থিক ও দুর্নীতির তদন্তে বিশেষজ্ঞ কর্মকর্তারা।

বিশেষ এই তল্লাশি নিয়ে নেটফ্লিক্সের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে তদন্তে সহযোগিতা করছি। স্থানীয় অর্থনীতিতে নেটফ্লিক্সের যথেষ্ট অবদান আছে। আমরা সব দেশের আইন ও নিয়ম মেনেই কাজ করি।

প্যারিস ছাড়াও অ্যামস্টারডমে সংস্থার ইউরোপীয় সদরদপ্তরেও তল্লাশি চালানো হচ্ছে। যা নিয়ে সিরিয়াস ফ্রড, এনভায়রনমেন্টাল ক্রাইম ও অ্যাসেট কনফিসকেশনের জাতীয় অফিসের মুখপাত্র ওমা বসমা বলেছেন, ফরাসি কর্তৃপক্ষের অনুরোধ মেনেই তারা তল্লাশি করছেন।

এখন প্রশ্ন হলো-কেন এই তদন্ত?

তদন্তের কারণ অবশ্য স্পষ্ট করেনি তদন্তকারীরা। তবে ইউরোপের কর কর্তৃপক্ষ হামেশাই সীমান্তপারের অনলাইন পরিষেবা নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন। তবে ফ্রান্সে এই ধরনের তদন্তের অর্থ এই নয় যে, এরপর ফৌজদারি অভিযোগ দায়ের হবে এবং তা শেষপর্যন্ত বিচারের দিকে এগোবে।

ফরাসি নিউজ ওয়েবসাইট জানিয়েছে, গতবছর নেটফ্লিক্স নিয়ে সন্দিহান হয়ে ওঠে কর কর্তৃপক্ষ। তাদের মনে হয়, নেটফ্লিক্সের ফরাসি শাখা ১০ লাখ ইউরো কম কর দিয়েছে।

উল্লেখ্য, প্যারিসে নেটফ্লিক্সের অফিস ২০২০-এ খোলা হয় এবং সেখানে ৪০ জন কর্মী কাজ করেন। এর আগে ইটালির কর কর্তৃপক্ষের সঙ্গেও নেটফ্লিক্সের বিরোধ হয়েছিল এবং ২০২২ সালে তাদের ৫ কোটি ৫৮ লাখ ইউরো দিয়ে বিরোধ মেটাতে হয়।

Share this post

scroll to top