গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির কমিটি গঠন

japa-671d79566a824.jpg

ডেস্ক রিপোর্ট: গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ কাজী মশিউর রহমান। এছাড়াও সাধারণ সম্পাদক পদে আব্দুল রাজ্জাক মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। শনিবার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বী চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সম্পাদক কাজী মশিউর রহমান। সম্মেললন উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাদুয়া। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি হাসান কবির তোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, যুগ্ম সম্পাদক একেএম নূরুন্নবী সরকার মিঠুল, আসাদুজ্জামান শাহিন ও সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

Share this post

scroll to top