মতলবে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

111-67172241b8f17.jpg

ডেস্ক রিপোর্ট: মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন উপজেলার পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের শত শত মানুষ।

বক্তারা আরও বলেন, বেশ কিছুদিন আগে চাঁদপুর জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা হতাশাগ্রস্ত। অতি দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ঘর-বাড়ি রক্ষা করা যাবে না।

মানববন্ধনকারীদের শান্তনা দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারদেরকে আশ্বস্ত করতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যৌথবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তবুও ড্রেজিংয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। সবাই প্রশাসনের উপর আস্থা রাখবেন।

Share this post

scroll to top