দোয়ারাবাজারে ভারতীয় মদসহ যুবক আটক

Sunamgonj-6715d80fb407b.jpg

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদ চালানসহ আব্দুল জলিল (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজ থেকে রাতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজের উপর অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা অফিসার চয়েস মদসহ জলিলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Share this post

scroll to top