বিশ্বকাপে ফাইনালে রাতে মুখোমুখি দ.আফ্রিকা-নিউজিল্যান্ড

3-16-67149a82046ab.jpg

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে। এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দু’দলই এর আগে ফাইনালে পা রেখেছে। তবে কোনো বারই শিরোপার স্বাদ পাওয়া হয়নি। ফলে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব।

আজ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। যেখানে দু’দলই মুখিয়ে প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে।

এই নিয়ে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠেছে তৃতীয় ও দ্বিতীয়বার। তবে শিরোপার স্বাদ পাওয়া হয়নি কারও। তবে এবার সেই অপূর্ণতা ঘোচতে যাচ্ছে একটি দলের। সেই দলটি কে হবে তার ফয়সালা হবে রাতে।

এই দু’দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি মুখোমুখি হয়েছে ১৬ বার। যেখানে ১১ বারই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে কিউইরা। তবে ম্যাচটি যেহেতু শিরোপা নির্ধারণী তাই আগের সব সমীকরণ বদলে দিতে পারে প্রোটিয়ারা। তাছাড়া নারী ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পা রেখেছে তারা। এবার তাই দারুণ কিছুর স্বপ্নই দেখছে দলটি।

Share this post

scroll to top