টেন হ্যাগকে সম্মান করি না, তবে ইউনাইটেডকে ভালোবাসি: রোনাল্ডো

3-66e27b396646d.jpg

ক্রীড়া ডেস্ক : ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেই তারকা খ্যাতি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার ফুটবল নৈপুণ্যে সমৃদ্ধ হয়েছে ইউনাইটেডও। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউনাইটেডের কাণ্ডারি ছিলেন পর্তুগাল সুপারস্টার। ২০০৭-০৮ মৌসুমে ইউনাইটেডকে জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। পরবর্তীতে ভালোবাসার টানে ২০২১-২২ মৌসুমে রোনাল্ডো ইউনাইটেডে ফিরে গেলেও শেষমেশ ক্লাব ছাড়তে হয়েছে তিক্ত অভিজ্ঞতা নিয়ে।

দলটির কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে রোনাল্ডোর দ্বন্দ্বের বিষয়টি নানা সময় প্রকাশ্যে এসেছে। এবার টেন হ্যাগকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে রিও ফার্ডিনান্ড পডকাস্টে খোলামেলা কথা বলেছেন সিআর সেভেন। জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তার ভালোবাসা এখনও আগের মতো থাকলেও কোচ টেন হ্যাগকে সম্মান করতে পারেন না তিনি। আর ইউনাইটেডের বর্তমান করুণ অবস্থার পেছনেও টেন হ্যাগের দায় দেখেন তিনি।

টেন হ্যাগের অধীনে সবশেষ দুই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড লিগ কাপ এবং এফএ কাপ শিরোপা জিতলেও সবশেষ মৌসুমে লিগে দলটির অবস্থান ছিল ৮ম স্থানে। তাছাড়া ২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর কখনোই লিগ শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। দলের এমন পরিণতির পেছনে টেন হ্যাগের দায় দেখেন রোনাল্ডো। সেই সঙ্গে ম্যানচেস্টারকে ঢেলে সাজানো দরকার বলেও মনে করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

রোনাল্ডো বলেন, ‘আমার মতে, ম্যানচেস্টারকে তাদের সবকিছু পুনর্নির্মাণ করতে হবে। যেই কোচ বলে তারা লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য প্রতিযোগিতা করতে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের কোচ হয়ে আপনি বলতে পারবেন না যে আপনি লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে লড়াই করতে যাচ্ছেন না। হয়তো আমাদের সেই সম্ভাবনা নেই, কিন্তু আমি তা বলতে পারি না। আমরা চেষ্টা করতে যাচ্ছি। আপনাকে চেষ্টা করতে হবে, এটাই বলতে হবে।’

রোনাল্ডো আরও বলেন, ‘এই ক্লাবটির পুনর্গঠনের জন্য সময়ের প্রয়োজন কারণ এটি এখনও বিশ্বের সেরা ক্লাবগুলির মধ্যে একটি। তবে তাদের পরিবর্তন করা দরকার। তারা এটা বোঝে। এটাই একমাত্র উপায়। আর এই কারণেই তারা পরিবর্তন করতে শুরু করেছে, ক্লাবের কাঠামো, সভাপতি, ক্লাবের মালিকানা এবং সবকিছুই।’

২০২১ সালে জুভেন্টাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় মেয়াদে ফিরে ৫৪ ম্যাচে ২৭ গোল করেছিলেন রোনাল্ডো। এরপরও শেষদিকে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ক্লাব ছাড়তে হয়েছিল তাকে। যার জন্য কোচ টেন হ্যাগের প্রতি কোনো সম্মান নেই তার।

রোনাল্ডো বলেন, ‘আমি তাকে সম্মান করি না কারণ সে আমার প্রতি সম্মান দেখায় না। আমি খুশি নই যেভাবে এটি (আমার বিদায়) ঘটেছিল। কিন্তু, কখনও কখনও আমরা আমাদের জীবনের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারি না, তবে এটি হয়ে গেছে। আমি সঠিক নাকি ভুল তা প্রমাণ করার জন্য, এটি এখন আর আমার কোনো বিষয় নয়। আমি যা বলতে চাই তা বলি। তবে আমি সেই ক্লাবটিকে এখনও ভালোবাসি। আমি এমন লোক নই যে অতীত ভুলে যাব।’

Share this post

scroll to top