ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলাম এলে কী হবে আমাদের। তোমার বস্ত্রের দায়িত্ব সরকারের, তুমি অসুস্থ তোমার চিকিৎসার দায়িত্ব সরকারের। ইসলাম এলে তোমার সন্তান মেধাবী, সরকার তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। তুমি দরজা খুলে শুয়ে থাকবে, পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু হচ্ছে না। দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি। এসপি ডিসি ওসি চলে যায়। কিন্তু ঘুস থেকে যায়। এই পরিবর্তনে কাজ হবে না। আমরা নীতির পরিবর্তন চাই। যারা খুনি তাদের তোমরা পছন্দ করো। এতে পরিবর্তন হবে না। ভালোকে বেছে নিতে হবে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না।
শনিবার ঈশ্বরদীর মরহুম খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে সংগঠনের ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত এক বিরাট সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন-অধ্যাপক আরিফ বিল্লাহ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মুফতি মোহাম্মদ জাকারিয়া, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।