সীমান্তে অস্ত্রসহ ৫ ভারতীয় অনুপ্রবেশকারী আটক

image-839637-1723974442-1.jpg

ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি গরু, দুটি নৌকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীর কাছে তাদেরকে আটক করে বিজিবি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান।

বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইন অতিক্রম করে পদ্মা নদী দিয়ে আটক ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে। পরে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। এ সময় দুটি যন্ত্রচালিত নৌকায় তারা অনুপ্রবেশ করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ভারতীয় গরু ও হাঁসুয়া উদ্বার করা হয়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।

Share this post

scroll to top