ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুলের সকল পরীক্ষার্থীরাই জিপিএ ৫ পেয়েছে

40_image_url_Khulna-Map-খুলনা-ম্যাপ-খুলনার-মানচিত্র-Khulna-খুলনা-3.jpg

সিনিয়র করেসপন্ডেন্ট…
এবার এইচএসসি পরীক্ষায় ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-থেকে ১৩৩ পরীক্ষার্থীর মধ্যে সকল ক্যাডেটরাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। অফিস সূত্র জানায়, প্রতিষ্ঠান হতে সর্বমোট অংশগ্রহণকারী ১৩৩ ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১০১ বয়েজ উইং এবং ৩২ গার্লস উইং। প্রাপ্ত ফলাফলে সকল ক্যাডেটরাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনের জন্য সকল ক্যাডেট, শিক্ষক এবং অভিভাবকবৃন্দকে এমসিএসকে-এর পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অভিনন্দন জানিয়েছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top