এবার আসামি শমী কায়সার

Untitled-1-670f57db5c7c0.jpg

বিনোদন ডেস্ক : জুলাই-আগস্টে ছাত্র-জনতা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একাধিক শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে। এবার সে তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার।

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা।

এ মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, ‘নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে জাতিকে বিভক্ত করেছেন শমী কায়সার। এজন্য বাদী এ মামলাটি দায়ের করেছেন। আদালত এটি তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকতে বলেছেন।’ ছাত্রদের আন্দোলনে আওয়ামী সরকারের পক্ষে শমী কায়সারের অবস্থান ছিল চোখে পড়ার মতো। ৫ আগস্টের পর থেকেই অবশ্য এ অভিনেত্রী রয়েছেন আত্মগোপনে।

Share this post

scroll to top