মস্কো চলচ্চিত্র উৎসবে ‘লতিকা’

image-843384-1724702489.jpg

বিনোদন ডেস্ক : রাশিয়ায় অনুষ্ঠিতব্য মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘লতিকা’। এটি পরিচালনা করেছেন সামছুল ইসলাম স্বপন।

নির্মাতা জানান, ‘লতিকা’র গল্প বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে। নির্মাতা আরও জানান, ‘লতিকা’ উৎসবে প্রদর্শিত হবে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়। ৫ সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হয়ে শেষ হবে ১৫ সেপ্টেম্বর।

Share this post

scroll to top