ডেস্ক রিপোর্ট: এইচএসসি পরীক্ষায় ঘোষিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আগের বছরের তুলনায় পাসের হার কমেছে। এবছর পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। আগের বছর ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।
তবে পাসের হার কমলেও আগের বছরের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার জিপি-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী। ২০২৩ সালে পেয়েছিল ৬ হাজার ৩৩৯ শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।