ডেস্ক রিপোর্ট: বাঘায় পদ্মা নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য দিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ২০০ পরিবারের মধ্যে এই খাদ্য বিতরণ করা হয়। পরে আবু সাঈদ চাঁদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। খাদ্য বিতরণের আগে এক আলোচনাসভায় প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মানুষের পাশে থাকবে বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সম্পাদক মোখলেচুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ রানা টিপু, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বাঘা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম, জেলা ছাত্রদল আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আসলাম হোসেন, বাঘা উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম পিন্টু, বাঘা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম হোসেন, সদস্য সচিব পলাশ উদ্দীন, বাঘা পৌর যুবদল নেতা হুমায়ুন কবির সবুজ প্রমুখ।