সহিংসতার মামলায় বাগমারা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

bagmara-66f1341c0ea5a.jpg

ডেস্ক রিপোর্ট: সহিংসতার মামলায় রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মকবুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রোববার রাতে শ্রীপুর ইউনিয়নের জামতলা টাওয়ার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। রোববার রাতে গ্রেফতারের পর সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগমারার খয়রার বিলে জেলে হত্যাসহ একাধিক মামলার আসামি মকবুল হোসেন মৃধা। দীর্ঘদিন চেয়ারম্যান থাকায় এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলেন তিনি। নিজস্ব বাহিনীর মাধ্যমেই পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণে রাখতেন তিনি। তাকে গ্রেফতারের পর রাতেই এলাকার লোকজন তার কঠোর শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ-মিছিল করেন।

Share this post

scroll to top