ক্রীড়া ডেস্ক : সব ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হচ্ছে না চোট নিয়ে শামি বাড়তি সতর্ক থাকায়। তবে ভারত-বাংলাদেশ সিরিজে তিনি না থাকলেও; ঘরের মাঠে ভারত যে সহজ প্রতিপক্ষ নয় সেটা বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছেন ভারতের তারকা এই পেসার।
সম্প্রতি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ কেমন করবে ভারতের বিপক্ষে; এমন প্রশ্নে শামি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে না ভারতকে হারাবে সেটা তো নিজেদের দক্ষতার ওপর নির্ভর করবে। বাংলাদেশকে বুঝতে হবে, ওরা কিন্তু ভারতের মাটিতে খেলছে।’ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স মনে করিয়ে দিয়ে শামি আরও বলেন, ‘এখনও পর্যন্ত ভারতের যা রেকর্ড সেটাও ভাবতে হবে। ভারতের বিপক্ষে এখনও অবধি জেতেনি বাংলাদেশ। বর্তমানে ভারত কেমন খেলছে, সেটাও মাথায় রাখতে হবে তাদের। টেস্ট ম্যাচ মানে পাঁচ দিনের খেলা, সব কটা সেশনই জেতা।’ পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কখনও ভারতকে হারাতে পারেনি। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ভারত। দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে এবার আশাবাদী বাংলাদেশ। কেননা, সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগেও কখনো পাকিস্তানকে না হারানোর তকমা নিয়ে মাঠে নামতে হয়েছিল বাংলাদেশকে। পরে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছে বাংলাদেশ।