ক্রীড়া ডেস্ক : বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। যেখানে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৭ জমা করেছে বাংলাদেশ। শনিবার কানপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল। আগের দিন লম্বা সময় খেলা না হওয়ায় ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। তবে সমস্যা হলো এদিনও বৃষ্টি হয়েছে সকালে। বাকি দিনেও রয়েছে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা।
শনিবার কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সময় ৯টায়। এতে করে প্রথম সেশনে দৈর্ঘ্য বাড়বে। তবে সমস্যা হলো শুক্রবার রাতেও কানপুরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে ম্যাচ শুরুর আগেও। যা প্রভাব ফেলতে পারে আউট ফিল্ড তৈরি করতে। কেননা, প্রথম দিনেও ভেজা আউট ফিল্ডের কারণে ১ ঘণ্টা পরে খেলা শুরু করা হয়েছিল।
তবে সমস্যা হলো, বৃষ্টির শঙ্কা আছে দ্বিতীয় দিনেও। এদিনও পুরো ৯০ ওভার খেলা না হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাকুওয়েদার জানাচ্ছে, দ্বিতীয় দিনে ৮০ শতাংশ সম্ভাবনা আছে বজ্রপাত এবং বৃষ্টির। তাই যদি হয়, সেক্ষেত্রে আরও একটা দিন ভেসে যেতে পারে। যা এই টেস্টের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।
আর সেটি হলে সমস্যায় পড়তে পারে ভারত। কেননা চলতি চক্রে ভারতের একটি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনের টেস্টে খেলা হয়নি ভারতের।