শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

image-843462-1724746999.jpg

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীর এলাকায় দুলাল ওরফে সেলিম নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে এ মামলার আবেদন করেন নিহতের বড় ভাই মোস্তফা কামাল।

আসামিরা হলেন-সাবেক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মশিউর রহমান মোল্লা সজল, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঠাকুরগাঁও সদরের ১৯ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বনি আমীন।

Share this post

scroll to top