আখাউড়ায় ‘র’ সন্দেহে ভারতীয় যুবক পুলিশ হেফাজতে

image-842844-1724647096.jpg

ডেস্ক রিপোর্ট: ভারতীয় গোয়েন্দা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (RAW-র) এজেন্ট সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুপম ঘোষ নামে এক ভারতীয় যুবককে আটক করে জনতা। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ রোববার দুপুরে তাকে উদ্ধার করে। অনুপম ভারতের পশ্চিমবঙ্গের নিমথা থানার দুর্গানগর গ্রামের অনুপ ঘোষের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

হাইকমিশন বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবহিত করলে টহল পুলিশের একটি দল রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে ভারতীয় নাগরিক অনুপমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আখাউড়া থানার ওসি মো. সোহেল রানা যুগান্তরকে বলেন, ভারতীয় যুবক বৃহস্পতিবার থেকে ওই হোটেলে অবস্থান করছেন। স্থানীয়দের সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে।

Share this post

scroll to top