সাবেক এমপি শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা

Borguna-pic-679b37303455f.jpg

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ নেতা ও বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার তাদের বিরুদ্ধে মামলা দুইটি করেন দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক।

এতে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও ২৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের ছেলে সুনাম দেবনাথ, সুনামের স্ত্রী কাসপিয়া তালুকদার, মেয়ে শুক্লা দেবনাথ ও ছোট মেয়ে মনীষা মুনমুনের সম্পদের হিসাব বিবরণী চাওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।

জানা যায়, সবেক এমপি শম্ভু ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজের দখলে রেখেছেন। এছাড়া ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন।

অপরদিকে শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথ স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।  এসব অভিযোগে শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে, পুত্রবধূ ও দুই মেয়ের সম্পদ বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক বলেন, ওই দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আমরা তদন্ত করতেছি। তদন্তে আরও কিছু পেলে পরে জানানো হবে।

এদিকে সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ঢাকার একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। এ ছাড়া তার স্ত্রী ও সন্তানদের ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।

Share this post

scroll to top