ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় ২১টি গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধারসহ ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি পিকআপ জব্দ করা হয়েছে। বুধবার আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে সাতটি গরু উদ্ধারসহ দুটি ট্রাকসহ ছয় ডাকাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির।
এর আগে ২৮ অক্টোবর রাতে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় খালি ট্রাক দিয়ে গরুভর্তি ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২১টি গরুসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা। গ্রেফতাররা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলুটিয়া গ্রামের করিম মোল্লা আওয়াল ব্যাপারীর ছেলে মো. তোফাজ্জল হোসেন ভাঙ্গারি বাবু, একই গ্রামের আফজাল শেখের ছেলে মো. কুরবান আলী, দেওয়ান টাইটা গ্রামের কাদের শেখের ছেলে আল আমিন শেখ, তারুটিয়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে শহিদুল, ঢাকার আশুলিয়া থানা কলতাসূতি বাড়ল এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিবসহ একই এলাকার টিটু মিয়ার ছেলে শিবলু।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাত শনাক্ত করে মঙ্গলবার রাতে আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকা থেকে প্রথমে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয় আরও চার ডাকাত সদস্যকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি পিকআপ জব্দ করা হয়। তবে ডাকাত দলের সর্দার পলাশ এখনো পলাতক রয়েছে।