রাওয়ালপিন্ডি টেস্ট: ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি

image-840893-1724217532.jpg

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। জুনে বিশ্বকাপ শেষ হওয়ার এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামছে দুই দল। তবে ভেজা আউটফিল্ডের কারণে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। পরে বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা। কিন্তু আউটফিল্ডের উন্নতি না হওয়ায় নতুন করে মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ হয়েছে বাংলাদেশ সময় ১২টায়।

কখন টস হতে পারে সেটাও এখনো জানা যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি হানা দিতে পারে।

Share this post

scroll to top