‘সেভেনআপ’-এ জার্মানির রেকর্ড

8-7-673983fee0406.jpg

ক্রীড়া ডেস্ক : ২০১৪ বিশ্বকাপে জার্মানির সেভেনআপের শিকার হয়েছিল ব্রাজিল। এখনও যা ব্রাজিলিয়ানদের পোড়ায়। এবার ব্রাজিলিয়ানদের মতো বসনিয়াও শিকার হয়েছে সেভেনআপের। সবশেষ উয়েফা নেশন্স লিগের ম্যাচে বসনিয়াকে ৭-০ গোলে ধসিয়ে দিয়েছেন জার্মানরা।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল জার্মানির। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে জার্মানদের জন্য ম্যাচটি ছিল গ্রুপসেরা হওয়ার। আর সেই ম্যাচে প্রতিপক্ষকে নাকানিচুবানি খাইয়ে ম্যাচ জিতেছে জার্মানি। জয় তুলেছে ৭-০ গোলে। যা উয়েফা নেশনস লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

রেকর্ড গড়া ম্যাচে জার্মানির হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস এবং টিম ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।

ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়নে হওয়া ম্যাচটিতে জার্মানিকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে দেন মুসিয়ালা। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লেইনডিয়েনস্ট। বরুসিয়া মনশেনগ্লাডবাখে খেলা এই ফরোয়ার্ড গত মাসে বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন। একই প্রতিপক্ষকে আবার সামনে পেয়ে করেছেন নিজের প্রথম গোল।

বড় এই জয়ের পর গ্রুপ এ৩-এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে আসে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস ৫ পয়েন্ট পেছনে। গ্রুপ পর্বে জার্মানির পরের ম্যাচ মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে।

Share this post

scroll to top