ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলছে ৯ দলের সমন্বয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচ জয়ের পর টানা দুটি ম্যাচ হেরে বসেছিল বাংলাদেশ। অবশেষে চতুর্থ ম্যাচে এসে ফের জয়ের দেখা পেয়েছে বিসিবি এইচপি দল। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ৬ উইকেট ও ২০ বল হাতে রেখে জয় পেয়েছে এইচপি।
জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে রেখে ২০ বল আগেই ম্যাচ জিতে নেয় বিসিবি এইচপি। দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম করেন ৫১ রান। তানজিদ ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন জিশান। ৩৬ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। এরপর পারভেজ হোসেন ২৩ ও আফিফ হোসেন ১৭ রান করে দলকে জিতিয়ে আসেন।
এর আগে, টানা দুই ম্যাচে হেরেছিল এইচপি। দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হারের পর গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে আকবর আলীর দল হেরেছিল ৮ উইকেটে। তবে সেখান থেকে এবার ঘুরে দাঁড়িয়েছে এইচপি দল। আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে বিসিবি এইচপি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল।