অস্ট্রেলিয়ায় টানা দুই হারের পর জয় পেল এইচপি

image-838340-1723710402.jpg

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলছে ৯ দলের সমন্বয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচ জয়ের পর টানা দুটি ম্যাচ হেরে বসেছিল বাংলাদেশ। অবশেষে চতুর্থ ম্যাচে এসে ফের জয়ের দেখা পেয়েছে বিসিবি এইচপি দল। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ৬ উইকেট ও ২০ বল হাতে রেখে জয় পেয়েছে এইচপি।

এদিন টস হেরে শুরুতে বোলিং করতে নামে বিসিবি এইচপি। দলকে বল হাতে সাফল্য এনে দিয়েছেন এইচপির বোলাররা। বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৪ রান তুলতে পারে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি। বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। একই রান খরচে আবু হায়দার নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে রেখে ২০ বল আগেই ম্যাচ জিতে নেয় বিসিবি এইচপি। দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম করেন ৫১ রান। তানজিদ ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন জিশান। ৩৬ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। এরপর পারভেজ হোসেন ২৩ ও আফিফ হোসেন ১৭ রান করে দলকে জিতিয়ে আসেন।

এর আগে, টানা দুই ম্যাচে হেরেছিল এইচপি। দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হারের পর গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে আকবর আলীর দল হেরেছিল ৮ উইকেটে। তবে সেখান থেকে এবার ঘুরে দাঁড়িয়েছে এইচপি দল। আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে বিসিবি এইচপি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল।

Share this post

scroll to top