জামায়াত-শিবির নিষিদ্ধ স্বাগত জানিয়ে আ.লীগের মিছিল সমাবেশ

image-833395-1722629614.jpg

ডেস্ক রিপোর্ট: জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্থানে শুক্রবার আওয়ামী লীগের উদ্যোগে মিছিল সমাবেশ হয়েছে। যুগান্তর প্রতিবেদন ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক হুইপ-এমপি মো. আতিউর রহমান আতিকের নেতৃত্বে শহরের থানা মোড়ের বঙ্গবন্ধু স্কোয়ার থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, আওয়ামী লীগ নেতা বশিরুল ইসলাম স্যালো, অ্যাডভোকেট আল ফারুক ডিউন, তাপস কুমার সাহা প্রমুখ।

টাঙ্গাইলে পৌরসভার সামনে থেকে জেলা আওয়ামী লীগে প্রতিবাদ মিছিল বের হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর।

এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপির নেতৃত্বে শহরের পূর্বআদালত পাড়া থেকে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের ভৈরবে কোটা আন্দোলনকারীদের গণজমায়েত কর্মসূচি প্রতিরোধে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ আয়োজনে কয়েক শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করে। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, যুবলীগ যুগ্ম আহবায়ক অরুণ আল আজাদ প্রমুখ।

ঢাকা উত্তর (সাভার) : সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলে সাভার পৌর মেয়র আব্দুল গণি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সায়েম মোল্ল্যাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top