ভারতের নতুন কোচ গম্ভীরকে যে বার্তা দিলেন দ্রাবিড়

image-830846-1722065239.jpg

ক্রীড়া ডেস্ক : ভারতকে বিশ্বকাপ জিতিয়ে প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। দূর করেছেন সমর্থকদের আক্ষেপ। বিশ্বকাপজয়ী ভারতকে এবার সাফল্য এনে দিতে লড়বেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তার অধীনেই আজ শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে ভারত। যে ম্যাচ দিয়েই ভারতীয় ক্রিকেটে শুরু হবে গৌতম গম্ভীর অধ্যায়।

ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ে গম্ভীরকে স্বাগত জানিয়েছেন দেশটির সদ্য সাবেক কোচ রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে গম্ভীরকে শুভেচ্ছ্বা বার্তা পাঠিয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতা থেকে গম্ভীরকে দিয়েছেন বেশ কিছু পরামর্শও।

গম্ভীরকে দেওয়া ভিডিও বার্তায় দ্রাবিড় বলেন, ‘হ্যালো গৌতম এবং ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর কাজে আপনাকে স্বাগত জানাই। তিন সপ্তাহ হয়ে গেছে আমি ভারতীয় দলের সঙ্গে আমার কাজ শেষ করেছি। বার্বাডোস এবং তারপরে মুম্বাইয়ের সেই অবিস্মরণীয় সন্ধ্যায় দলের সঙ্গে কাটানো যেই স্মৃতি আমার হয়েছে। তা আমি আপনার জন্যও কামনা করি। আশা করি আপনি দলে সম্পূর্ণ ফিট খেলোয়াড় পাবেন।’

নিজের অভিজ্ঞতা থেকে এরপর গম্ভীরকে পরামর্শ দিয়ে দ্রাবিড় বলেন, ‘আপনি জানেন দলকে নিয়ে সবার প্রত্যাশা কতটা বেশি। কাজেই সব সময় আপনাকে বিচার করা হবে। কিন্তু মনে রাখবেন সবচেয়ে খারাপ সময়েও আপনি একা হবেন না। আপনি খেলোয়াড়দের সমর্থন পাবেন, আপনার সাপোর্ট স্টাফদের, অতীত অধিনায়ক ও ম্যানেজমেন্টের সমর্থন পাবেন। কাজেই আপনি কার জন্য খেলছেন তা কখনও ভুলে যাবেন না।’

সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়লে কি করতে হবে সেটাও গম্ভীরকে জানিয়েছেন দ্রাবিড়। বলেন, ‘সমর্থকদের প্রত্যাশার শেষ নেই কিন্তু তারা সবসময় দলের বাইরে থাকবে। একজন ভারতীয় ক্রিকেট কোচ হিসেবে বলব, সবচেয়ে বাজে সময়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ুন, একধাপ পিছিয়ে যান। আপনার পক্ষে কঠিন হলেও, মুখে হাসি রাখুন। যাই ঘটুক না কেন, এটা মানুষকে হতবাক করবে। গৌতম, আমি নিশ্চিত আপনি ভারতীয় দলকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।’

Share this post

scroll to top