ডেস্ক রিপোর্ট: ইসরাইলের কারাগারে হামাস নেতা মোস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, ইসরাইলি কারাগারে হামাস নেতার মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে।
শুক্রবার এক বিবৃতিতে হামাস সুস্পষ্ট করে বলেছে, ইসরাইলি বাহিনীর নির্যাতন এবং চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, চিকিৎসা অবহেলার মধ্যদিয়ে হামাস নেতা আবু আরাকে হত্যা করা হয়েছে। আর এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকেই দায়ি করেছে হামাস।
এদিকে গাজার কারাবন্দী বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দিদের অমানবিক পরিস্থিতিতে রাখছে এবং তাদের ওপর ধারাবাহিক অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।
বিবৃতিতে এ ধরনের মৃত্যুর ঘটনাকে কুৎসিত ও ঠাণ্ডা মাথার খুন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল এ ধরনের ঘটনা ঘটিয়ে চললেও তা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরের বাইরে থাকছে।
এদিকে পশ্চিম তীরের হামাস নেতা আবু আরার ছেলে জাইদ আবু আরা এক বিবৃতিতে বলেছেন, অসুস্থ বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও উপযুক্ত খাবার দিতে অস্বীকার করা, মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কিছু নয়।
সম্প্রতি ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা জানিয়েছেন, তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হতো না। যে খাবারটুকু দেওয়া হতো তাতে লবণ থাকত না। ফলে ফিলিস্তিনি কারাবন্দিদের সবার ওজন প্রায় অর্ধেক কমে গেছে।
ফিলিস্তিনের জাতীয় সংসদের স্পিকার ড. আজিজ দেউয়িকও এমন ঘটনার স্বীকার হয়েছেন বলে জানা গেছে।