খুলনার দর্পণ ডেস্ক : গাজীপুরে তিন কোটি পঁচাত্তর লাখ টাকা মূল্যের এক লাখ পঁচিশ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- গাজীপুরের কাপাসিয়া থানার চক বরহর এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ শামীম হোসেন (৩৬), টঙ্গী থানাধীন পূর্ব গাজীপুরা, শিকদার পাড়ার মৃত ইমান আলীর ছেলে মোঃ এমারত (৩২), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধানীখোলা এলাকার মৃত আয়ুব আলী খানের ছেলে ইব্রাহিম খলিল (৫৭), একই জেলার ফুলবাড়িয়া থানার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রমজান আলী (৫৪)।
পুলিশ জানায়, স্থানীয় লোকদের বিনা খরচে কক্সবাজার বেড়াতে নিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবা চালান দিয়ে গাজীপুরে নিয়ে আসত চক্রটি। সংবাদটি নজরে আসে গোয়েন্দা পুলিশের। পরে কক্সবাজার থেকে টঙ্গীগামী মাদক বহনকারী একটি বাস সোমবার (১৯ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের পূবাইল কুমারগাঁও এলাকায় পৌঁছলে গাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ।
এ সময় বাসের ভেতরে বিভিন্ন স্থান থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় বাসে থাকা চার মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে। যার জব্দকৃত ওই ইয়াবার অবৈধ বাজার মূল্য তিন কোটি পঁচাত্তর লাখ টাকা।
সাড়ে তিন কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
