খুলনার দর্পণ ডেস্ক : খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সামনে থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ককটেল উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে আতংকের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করে কিছু লোক জড়ো হয়ে একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ প্রথমে ককটেলটি বালতি দিয়ে ঢেকে রাখে, পরবর্তীতে আরও একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে।
ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বলেন, ককটেল বোমাটি জব্দ করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা ভোটকেন্দ্রের সামনে ককটেল রেখেছে সেটি জানা যায়নি।