বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে ছয়জনের মৃত্যু

খুলনার দর্পণ ডেস্ক : বিশ্ব ইজতেমার প্রথম পর্বে গাজীপুরের টঙ্গীতে আসা ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এ খবর মিলেছে।
মৃতরা হলেন জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মোঃ মতিউর রহমান (৫৫), নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০), ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মোঃ সাহালম (৬০), ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জের জামান (৪০) ও নেত্রকোনার আব্দুস সাত্তার (৭০)। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোঃ ইব্রাহিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মোঃ হাবিবুল্লাহ রায়হান জানান, মতিউর রহমান শ্বাসকষ্ট জনিত রোগে, এখলাস ও সাহালম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top