ডেস্ক রিপোর্ট: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সান্তাহারের বাঁশহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুপচাঁচিয়ার ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামানিকের ছেলে শাহ্ নেওয়াজ, একই উপজেলার ডিমশহর গ্রামের আবদুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল ও কাহালু উপজেলার কাজীপাড়ার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামানিক।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত শাহ্ নেওয়াজ, আল হোসাইন মন্ডল ও মিথুন প্রামানিক বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তিন বন্ধু আত্মীয়ের বাড়িতে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে নওগাঁর বাণিজ্য মেলায় যান। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার সান্তাহার বাঁশহাটি এলাকায় মৎস্য আড়তের সামনে বগুড়া-নওগাঁ সড়কে নওগাঁগামী আলুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন বন্ধু নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহত শাহ্ নেওয়াজের খালাতো ভাই গোলাম মোস্তফা ও নিহত মিথুন প্রামানিকের বাবা মঞ্জুর আলী জানান, নিহত তিনজন বন্ধু ছিল। তারা দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। আত্মীয় বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়েছিল। আর কেউ বাড়িতে ফিরল না। ঘাতক ট্রাকচালক তিনজনের প্রাণ কেড়ে নিয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, লাশ হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে।