দর্পণ রিপোর্ট :
খুলনায় প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে প্রফেসর ড. সেখ মো: এনায়েতুল বাবর উপাচার্য হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ভাইস-চ্যান্সেলরের দপ্তরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও সায়েন্স টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: নওশের আলী মোড়ল, ট্রেজারার কানাই লাল সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো: রউফ বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নাসিম আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: তবিবার রহমান, প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর মো: আসাদুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) এস এম রিয়াজুর রশীদ, প্রকল্প পরিচালক মো: রেজাউল আলম, পিএস টু ভিসি-জন সংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
যোগদান শেষে তিনি উপস্থিত সকলের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদানের জন্য মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মান্যবর মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান ও খুলনার ৩ আসনের সাংসদ এসএম কামাল হোসেনসহ বোর্ড অব ট্রাস্টিজের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় কে আরো এগিয়ে নেবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, প্রফেসর এনায়েতুল বাবর এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে দীর্ঘ ২৮ বছরের অধিককাল সাফল্যের সাথে কর্মরত ছিলেন। তিনি ২৮ টি দেশি-বিদেশী গবেষণা ও প্রকাশনায় সম্পৃক্ত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ডক্টর মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত ২৪/০১/২০২৪ ইং তারিখের ৩৭,০০,০০০০.০৭৮.১১.০০১.২০১৫-২৭ নং স্মারকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাঁকে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগকৃত এ বিশ্ববিদ্যালয়ের ৩য় উপাচার্য।