ইসরাইলের পক্ষে স্যাবোটাজ : ইরানে ৪ জনের মৃত্যুদ- কার্যকর

Untitled-4-copy-21.jpg

খুলনার দর্পণ ডেস্ক : ইসরাইলের পক্ষে স্যাবোটাজে যুক্ত থাকার অভিযোগে চার ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করেছে ইরান। বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান-এ এ খবর দেয়া হয়েছে। বলা হয়েছে, পশ্চিম আজারবাইজার প্রদেশে এ ঘটনা ঘটেছে। অনলাইন গার্ডিয়ান বলেছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং পৃথিবীতে দুর্নীতির মাধ্যমে জায়নবাদী শাসকগোষ্ঠীকে সহায়তা করছিলেন তারা। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। মিজান বলেছে, মোসাদের নির্দেশনার অধীনে ইরানের নিরাপত্তার বিরুদ্ধে ভয়াবহতায় লিপ্ত ছিল ওইসব ব্যক্তি। পুরুষ তিনজন হলেন ভাপা হানারেহ, আরাম ওমারি এবং রাহমান পারহাজো। মৃত্যুদ- দেয়া নারীর নাম নাসিম নামাজি। ইরানের গোয়েন্দা সংস্থার সদস্যদের অপহরণ করে তাদের কাছ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। কিছু এজেন্টের গাড়ি ও এপার্টমেন্টে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে।
একই গ্রুপে থাকা অন্যদের প্রতিজনকে ১০ বছর করে জেল দেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। ইরানের গোয়েন্দা সংস্থা বলেছে, এই গ্রুপটি কমপক্ষে চার মাস তাদের নজরদারিতে ছিল। ২০২২ সালের জানুয়ারিতে তাদের বিরুদ্ধে নজরদারি শুরু হয়। তা চলতে থাকে ওই বছর মে মাসে গ্রেপ্তার না করা পর্যন্ত। এ সময়ে তাদেরকে প্রতিবেশী একটি দেশ থেকে ইরানে নেয়া হয়। সোমবার দামেস্কের কাছে ইসরাইলি বিমান হামলায় নিহত হন ইরানের রেভ্যুলুশনারি গার্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা সৈয়দ রাজি মুসাভি। এই হত্যার বদলা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের কর্মকর্তারা এবং তাদের সঙ্গে মিত্রতার বন্ধনে যুক্তরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top