‘যথেষ্ট হয়েছে, বিসিবির সকল সদস্যের পদত্যাগ করা উচিত’

Untitled-1-copy-4.jpg

খুলনার দর্পণ ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর বর্তমান ক্রিকেট বোর্ডের কঠোর সমালোচনা করেছেন সাবের হোসেন চৌধুরী। পেশাদারিত্ব, জবাবদিহিতা, স্বজনপ্রীতির দায়ে বিসিবি পরিচালকদের কাঠগড়ায় তুলেছেন তিনি। সাবেক বিসিবি সভাপতির মতে, বাংলাদশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অযোগ্য এবং অপেশাদার বোর্ড এটি।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন সাবের। তার দায়িত্বকালে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। তিনি সভাপতি থাকাকালীন ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাসও অর্জন করে তার সময়ই। এরপর কেটে গেছে লম্বা একটা সময়। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উন্নতি খুব একটা চোখে পড়ছে না সাবেরের। আর এবারতো বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ৯ ম্যাচে মাত্র দুটি জিতে অষ্টম হয়ে শেষ করেছে ১০ দলের টুর্নামেন্ট।
এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এক ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাবের প্রকাশ করেন নিজের ক্ষোভ, ‘যথেষ্ট হয়েছে। আমার মনে হয় জবাবদিহিতার দৃষ্টিভঙ্গিতে দেখলে বিসিবির সকল সদস্যের পদত্যাগ করা উচিত যেহেতু এটা সমষ্টিগত ব্যর্থতা। তারা অনেক সময় ধরে দেশকে হতাশ করেছে।’ তিনি আরও যোগ করেন, ‘এটা বোঝা বিস্ময়কর যে, একটা খেলা যেটি দেশের নাম্বার ওয়ান খেলা, যাতে বিশ্বে ছড়িয়ে থাকা কোটি বাংলাদেশির আবেগ জড়িত, ভরপুর ঐতিহ্য আছে, স্পন্সরের অভাব হয় না, মিডিয়ার তীব্র মনোযোগ এবং ১০০০ কোটি টাকার ফান্ড নিয়ে বসে আছে- সেটি এমন একটা বোর্ডের দ্বারা পরিচালনা হয় যেটি কিনা সম্ভবত বাংলাদশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অযোগ্য এবং অপেশাদার।’ শুধু সাবেরই নন, নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান বোর্ড নিয়ে সমালোচনা হচ্ছে পুরো দেশ জুড়েই।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top