খুলনার দর্পণ ডেস্ক : দুর্নীতি ও অর্থপাচার রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভাঙ্গা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
গতকাল ২৩ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন দলটির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল।
ইশতেহারে দুর্নীতি ও অর্থপাচার রোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈষম্য নিরসন, সামাজিক ও নারীর ক্ষমতায়নও প্রাধান্য পেয়েছে ইশতেহারে। মাতৃভাষা নির্ভর সর্বজনীন ও অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু ও শিশু মৃত্যুর হার হ্রাসসহ ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ার্কার্স পার্টি। শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিসহ শ্রমিক অধিকার ও সর্বনি¤œ মজুরি নির্ধারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দলের ইশতেহারে।
আসন্ন সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির ২৩ প্রার্থী দলীয় প্রতীক হাতুড়ি ও দুজন জোটের অধীনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু। এবারের ইশতেহারে কর্মসংস্থান ও বাজার ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করবে আগামী ২৭ ডিসেম্বর।
তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর থেকেই চলছে ভোটের প্রচার।