খুলনার দর্পণ ডেস্ক : চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার দ্বিতীয় ‘ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট’-এর ভার্চ্যুয়াল উদ্বোধনী অধিবেশনে তার উদ্বোধনী বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি। খবর সিএনএনের।
মোদি বলেন, ‘আমরা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দা জানাই।’ তিনি ইসরায়েলে ও হামাসের মধ্যকার ৭ অক্টোবরের হামলার জন্য তার সরকারের নিন্দাও পুনর্ব্যক্ত করেছেন এবং ‘সংলাপ ও কূটনীতির’ ওপর জোর দিয়ে সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছেন।
মোদি বলেছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার পর ভারত ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে। মোদি গ্লোবাল সাউথের দেশগুলোকে ‘বৃহত্তর বৈশ্বিক স্বার্থের জন্য এক হওয়ার’ আহ্বান জানিয়েছেন।
নরেন্দ্র মোদি এর আগে হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা করেছিলেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে করা পোস্টে চলমান কঠিন সময়ে ইসরায়েলের সঙ্গে সংহতিও প্রকাশ করেছিলেন।
গাজায় বেসামরিক নিহতের ঘটনায় মোদির নিন্দা
