মেট্রোরেলে ঢিল: চার ভবন ঘিরে নজরদারি, ২০ জনকে জিজ্ঞাসাবাদ

1683726006.Metro_.jpg

স্টাফ করেসপন্ডেন্ট ……
মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় সন্দেহভাজন ২০ জনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারা প্রত্যেকেই বিষয়টি অস্বীকার করলেও পুলিশের ধারণা, এদের মধ্যেই কেউ একজন ঢিলটি ছুড়েছেন।

এ অবস্থায় সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ শেষে শিগগিরই এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

পুলিশ জানায়, ঘটনার পরপরই জড়িত ব্যক্তিকে খুঁজতে আশেপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। কিন্তু মেট্রোরেলের লাইন উপরে হওয়ায় সেসব সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েনি। কিন্তু আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ম্যানুয়ালি চেষ্টা চালিয়ে যেতে থাকে পুলিশ।

এদিকে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে ভেতরের সিসিটিভি ফুটেজও চাওয়া হয়। তাদের কাছ থেকে পাওয়া মেট্রোরেলের ভেতরের সেই ফুটেজের সূত্র ধরে শনাক্ত করা হয় ঘটনাস্থলের পাশের চারটি বাণিজ্যিক ভবন।

ফুটেজে পাওয়া ছবি অনুযায়ী, গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৫ মিনিট ৩৩ সেকেন্ডে শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ঢিল ছোড়ার সময় ও অবস্থান শনাক্ত করে সন্দেহভাজন চার ভবন ঘিরেই বর্তমানে চলছে পুলিশের তদন্ত।

সে সময়ের আগে-পরে পরে কারা ভবনে ওঠানামা করেছেন, সেই তালিকা তৈরি করেছে পুলিশ। ইতোমধ্যে এদের মধ্যে ২০ জনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভবনের নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া, ঘটনাস্থল থেকে ঢিল ছোড়ার আলামতও সংগ্রহ করা হয়েছে।

পুলিশের ধারণা, জিজ্ঞাসাবাদ করা ২০ জনের মধ্যে যেকোনো একজন এই ঢিল ছুড়েছেন। যদিও কেউ বিষয়টি স্বীকার করেননি।

ডিএমপির কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় এখন পর্যন্ত চারটি ভবন সন্দেহের তালিকায় রেখে তদন্ত চলছে। ওই চার ভবনের অন্তত ২০ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে যে কোনো একজন মেট্রোরেলে ঢিল ছুড়েছেন বলে ধারণা করা হচ্ছে। আশা করছি আমরা দ্রুতই জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হবো।

জড়িত ব্যক্তিকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চলছে, এজন্য একাধিক টিম কাজ করছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।

গত ৩০ এপ্রিল আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রোরেল কাজীপাড়া স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ঢিল ছোড়া হয়। এতে ট্রেনটির গ্লাস ভেঙে যায়। এর ফলে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় গত ১ মে কাফরুল থানায় ঢাকা মেট্রোরেল লাইন-৬ এর সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন্স) মো. সামিউল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা (নং-৩) দায়ের করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ মারফত জানতে পারি যে, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করে। এতে মেট্রোরেলের ১টি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top