সাহস নিয়ে দাঁড়াবেন আক্রমণ হলে পাল্টা আক্রমণ : ওবায়দুল কাদের

Untitled-11-copy-4.jpg

খুলনার দর্পণ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সব অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে যাবে। আপনারা শুধু সাহস নিয়ে রাস্তায় দাঁড়াবেন। আক্রমণ করলে পাল্টা আক্রমণ, ছাড়া হবে না। এই দুষ্কৃতিকারীদের আমরা ক্ষমা করব না।’
তিনি বলেন, ‘২৮ অক্টোবর নয়া পল্টনের মঞ্চ থেকে মির্জা ফখরুল কীভাবে দৌড়ে পালাল! দেখেছেন? মঞ্চ থেকে পালাইছে। তারপর অফিসের মধ্যে কী এক আরাফীরে রাখছে, ওই লোক নাকি বিএনপির অবতার আর ভগবান। ভগবান ডেকে সেদিন সরকারকে হটাতে চেয়েছিল। পেরেছে? আল্লাহ যার সঙ্গে আছে তাকে কেউ হটাতে পারে না। শেখ হাসিনা জনগণের শক্তিতে শক্তিমান। তাকে কোনো অপশক্তি হটাতে পারবে না।’
সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে রূপসা নদীতে, সুন্দরবনে, খুলনায়, ফরিদপুরে, সারা বাংলাদেশে। কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে, এখন সেমিফাইনাল। জানুয়ারিতে ফাইনাল খেলা। প্রস্তুত আছেন?’
তিনি আরও বলেন, ‘বিএনপি ২৮ তারিখে সরকার হটাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ ও জনগণ যার পাশে থাকে তাকে কেউ হটাতে পারবে না। শেখ হাসিনা যতদিন আছেন, জনগণের জন্যই আছেন।’ গতকাল খুলনা সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি ছিলেন।
সমাবেশে সেতুমন্ত্রী আরও বলেন, ‘কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল খেলা। খেলা হবে, খেলা হবে সুন্দরবনে, খেলা হবে ফরিদপুরে, খেলা হবে সারা দেশে। সে খেলায় আমরা জয়ী হব ইনশা আল্লাহ। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, অপশক্তিকে সাহস নিয়ে রুখে দিতে হবে। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করব, দুষ্কৃতিকারীদের পরাজিত করব।’ তিনি বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। আর এই বদলের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মানুষ অনেক কিছু পেয়েছে, আগামী দিনে শেখ হাসিনা আসলে আরও অনেক কিছু পাবেন।’ সেতুমন্ত্রী উপস্থিত সমাবেশকে উদ্দেশ্য করে বলেন, ‘শেখের বেটি শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top