পোশাক শ্রমিকের বেতন বেড়েছে সাত ক্যাটাগরিতে

Untitled-13-copy-2.jpg

খুলনার দর্পণ ডেস্ক : বাংলাদেশে পোশাক শ্রমিকদের জন্য ৭ ক্যাটাগরিতে নূন্যতম মাসিক মজুরি ৫৬ দশমিক ২৫ বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। শনিবার বিজিএমইএ পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ডেনিম এক্সপার্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল।
ঘোষিত নূন্যতম মজুরি অনুযায়ী কার কত বেতন বাড়লো জানিয়েছে বিজিএমইএ’র মহিউদ্দিন রুবেল। একজন অদক্ষ সহকারী মেশিন অপারেটরের বেতন ৮০০০ হাজার টাকা থেকে ৪৫০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। সাধারণ মেশিন অপারেটরের বেতন ৮৪২০ টাকা থেকে ৪৬০৫ টাকা থেকে বাড়িয়ে ১৩ হাজার ২৫ টাকা করা হয়েছে।
জুনিয়র সুইং মেশিন অপারেটর কার্টার, ফোল্ডার, অন্যান্য শ্রমিকদের বেতন ৪৮০৩ টাকা বাড়িয়ে ১৩ হাজার ৫৫০ টাকা করা হয়েছে। যাদের আগে বেতন ছিলা ৮ হাজার ৮৭৫ টাকা। এছাড়া সুইং মেশিন অপারেটর এবং কোয়ালিটি ইনসপেক্টরদের বেতন ৯ হাজার ৩৪৭ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ১৫০ টাকা করা হয়েছে। সাধারণ মেকানিষ্ট, সিনিয়র ম্যাকানিস্ট সুইং অপারেটর এবং অন্যান্য শ্রমিকদের বেতন ১৪ হাজার ৭৫০ টাকা করা হয়েছে। যা ২০১৮ সালে ছিলো ৯৮৪৫ করা হয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে একজন অদক্ষ পোশাক কর্মীর ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। যা ১১৩ দশমিক ৬ মার্কিন ডলারের সমতুল্য। এর সঙ্গে ওভারটাইম ভাতাসহ অন্যান্য ভাতা যোগ করে একজন অদক্ষ শ্রমিক গড়ে প্রায় ১৯ হাজার টাকা (কারখানা থেকে কারখানায় পরিবর্তিত হতে পারে) বাসায় নিতে পারবে (টেক হোম স্যালারি), যা প্রায় ১৭৩ মার্কিন ডলারের সমতূল্য।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top