সুইডেনে কুরআন পোড়ানোর শাস্তির দাবিতে খুলনায় বিক্ষোভ

Khulna-2307081206.jpg

নিজস্ব প্রতিবেদক…….

‘পবিত্র কুরআনে আগুন দেওয়ার ধৃষ্ঠতার কারণে সুইডেনের সালওয়ানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে চাপ প্রয়োগ করতে হবে।’

উলামা মাশায়েখ পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে শনিবার (৮ জুলাই) নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সকালে নগরীর ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পরিষদের খুলনা মহানগরী সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সাইফুল্লাহ মানসুর প্রমুখ।

উলামা মাশায়েখ পরিষদ খুলনার নেতারা বলেন, ‘কুরআনের অবমাননা যারা করেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা মেনে নিতে পারছি না।’

নেতারা আরও বলেন, ‘সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং কুরআন পোড়ানোর সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

নেতারা বলেন, ‘কুরআন অবমাননা মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধ ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে, তা বের করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি আমরা।’

গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top