সিনিয়র করেসপন্ডেন্ট ……
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পাঁচতলা ভবনের ছাদের থেকে পড়ে দুই শিশু মারা গেছে। নিহতেরা হলো- আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৪)
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুই পরিবারের সঙ্গে ওই এলাকার একটি পাঁচতলায় ভবনের থাকতো। আব্দুর রহিমের মামাতো বোন হয় সোনিয়া। রহিমের বাবার নাম রোমান মিয়া ও লামিয়ার বাবার নাম রাশেদ মিয়া।
রোমান মিয়া জানান, আজকের সন্ধ্যা দিকে পাঁচ তলা ছাদে অন্যান্য শিশুদের সঙ্গে তারা খেলা করছিল তারা। হঠাৎ ছাদের রেলিং না থাকায় তারা দুইজনে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।
ঢাকা মেডিকেল পুলিশ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।