সরকারি ভর্তুকির ৩০০ বস্তা সার বোঝাই ট্রাক জব্দ, গ্রেফতার ২

3-44-66fc7f58d6cb3.jpg

ডেস্ক রিপোর্ট: সরকারি ভর্তুকির ৩০০ বস্তা ডিএপি সার বোঝাই ট্রাকসহ চালক ও হেলপারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ।

মঙ্গলবার জব্দ তালিকা শেষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় ট্রাক চালক, হেলপারকে গ্রেফতার দেখিয়ে অপর এক জনকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

এর আগে, সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরের নির্বাচন অফিসের সামনের সড়কে ওই সার বোঝাই ট্রাক আটক করেন।

খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ সার বোঝাই ট্রাক, ট্রাকের চালক ও হেলপারকে তাদের হেফাজতে নেয়।

এরপর থানা পুলিশ যাচাই সাপেক্ষে কালো বাজারি চক্রের নিকট চড়াদামে বিক্রির জন্য ওই সারের চালান সড়ক পথে ট্রাক বোঝাই করে তাহিরপুর থেকে সুনামগঞ্জ জেলার বাহিরে নিয়ে যাচ্ছিল; এমন নিশ্চিত হওয়ার পর ৩০০ বস্তা সারসহ সার পরিবহনে থাকা ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের চালাক ও হেলপারকে গ্রেফতার দেখায়।

জব্দকৃত সার ও ট্রাকের মূল্য প্রায় ১৭ লাখ ৮৫ হাজার টাকা।

মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র  এ তথ্য নিশ্চিত করে জানান বিসিআইসি উৎপাদিত ডিলারের মাধ্যমে কৃষকদের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সরকারের দেয়া ভর্তুকির ডিএফপি (দানাদার) সার চক্রটি তাহিরপুর থেকে ট্রাক বোঝাই করে সরিয়ে সুনামগঞ্জ জেলার বাহিরে নিয়ে যাচ্ছিল কালো বাজারি চক্রের নিকট চড়াদামে বিক্রয়ের জন্য।

Share this post

scroll to top