মোংলা পোর্ট পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ : শেখ হেলাল

Untitled-12-copy-3.jpg

খুলনার দর্পণ ডেস্ক : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, ২০০১ সালে বেগম জিয়া খুলনা থেকে নির্বাচন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর একদিনও খুলনায় আসেননি। উনি অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাথে পরামর্শে মোংলা পোর্ট বন্ধ করে দিয়েছিলেন। এই পোর্টের ওপর খুলনা-বাগেরহাটের মানুষের আয় নির্ভরশীল ছিল। এক দিনে ৩ লাখ মানুষ বেকার হয়ে যায়।
২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল ক্ষমতায় আসলে মোংলা পোর্ট চালু করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা পোর্ট চালু করেছেন। এ অঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু করে দিয়েছেন। আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। খুলনার মানুষের সাথে শেখ হাসিনার আত্মার সম্পর্ক।
খালেদা জিয়া বলেছিলেন মোংলা পোর্ট ভরাট হয়ে গেছে বন্ধ করে দাও। আর এখন শেখ হাসিনা সেই পোর্ট চালু করেছেন। দেশের ৪০ ভাগ আমদানিকৃত মালামাল খালাস হয় এই বন্দরে। অর্থনৈতিক অবস্থা ফিরে পেয়েছে এ অঞ্চলের মানুষ।
শেখ হেলাল আরও বলেন, আগে ঢাকায় যেতে ১২-১৪ ঘণ্টা সময় লাগতো। এখন কৃষক মৎস্যজীবীরা উৎপাদিত ফসল নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ঢাকায় নিয়ে বিক্রি করে ফিরে আসছেন। তিনি বলেন, খুলনার জনসভায় মানুষের যে আস্থা বিশ^াস আমার বোনের প্রতি আমার কথা বলার ভাষা নেই।
তিনি বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে নিহতদের স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করার আহবান জানান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top