দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ বুধবার

mosque-2306271446.jpg

নিজস্ব প্রতিবেদক…….

দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে বুধবার (২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জানা যায়, জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের অনুসরণে হজের পরের দিন ঈদুল আজহা পালন করে থাকেন। দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছর পূর্ব হতে এ নিয়মে ঈদ উদযাপন করে আসছেন।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে বিগত ২০০ বছর ধরে ইয়াউমুল আরাফাহ বা পবিত্র হজের পরের দিন ঈদুল আজহা পালন করে আসছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান এবং হজ পালনের খবর সচিত্র দেখে বুধবার ঈদুল আজহা উদযাপন করা হবে।’

দরবার সূত্রে জানা যায়, সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে বুধবার সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। হজরত ইমামুল আরেফিন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান নামাজে ইমামতি করবেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top