কয়রা উপজেলায় চতুর্থ কাব ক্যাম্পুরির উদ্বোধন

40_image_url_Khulna-Map-খুলনা-ম্যাপ-খুলনার-মানচিত্র-Khulna-খুলনা-2.jpg

স্পেশাল করেসপন্ডেন্ট…..
বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার ব্যাবস্থাপনায় ৩ টি ভেন্যুতে ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৪ দিনব্যাপী কয়রা উপজেলা কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে। এবারের কাব ক্যাম্পুরিতে উপজেলার ৩ টি ভেন্যু ১নং ভেন্যু খান সাহেব কোমরউদ্দীন কলেজ মাঠে বাগালী ২২ টি, আমাদি ২৫ টি, ও মহেশ^রীপুর ইউনিয়নের ১০ টি মোট ৫৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নং ভেন্যু মঠবাড়ী সেরাজিয়া বহুমুখি উচ্চবিদ্যালয় মাঠে মহারাজপুর ২২ টি, মহেশ^রীপুর ১৮ টি, ও বাগালী ইউনিয়নের ৫ টি মোট ৪৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩ নং ভেন্যু বেদকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেদকাশি ১০ টি, দক্ষিণ বেদকাশি ৯টি ও কয়রা ইউনিয়নের ২১ টি মোট ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫২ জন কাব সদস্য ও ১৪২ জন কাব লিডার অংশগ্রহণ করে। প্রতিটি কাব দল থেকে একজন সহকারি শিক্ষক কাব লিডার এবং ৬ জন করে শিক্ষার্থী অংশগ্রহণে ভেন্যু এখন মুখরিত ছোট কাব স্কাউট শিশুদের উল্লাসে। গতকাল ৮ জানুয়ারি সকাল ৬ টায় কর্মকর্তাগনের উপস্থিত রিপোটিং এবং অংশ গ্রহনকারী কাব স্কাউট ইউনিটের রেজিট্রেশন সেরে সাড়ে ৬ টায় শরির চর্চায় পরে কিচির মিচির মধ্য দিয়ে ক্যাম্পুরির কার্যক্রমের যাত্রা শুরু হয়। সকাল ৯ টায় ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। মঠবাড়ী সেরাজিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাসরিন নাহারের সভাপতিত্বে ও উপজেলা কাব স্কাউট লিডার মোঃ শামিম আখতারের পরিচালনায় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ স্কাউট কয়রা উপজেলার সহকারি কমিশনার লক্ষী রাণী রায়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট কয়রা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম এস্কেন্দার আলী, সাব ক্যাম্প চিপ কুমারেশ মন্ডল,আক্তারুজ্জামান, ডেপুটি সাব ক্যাম্প চিফ পরিতোষ কুমার, আবদুল জলিল, নুরুল আমিন, তরিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ বলেন, ক্যাম্পুরি হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top