ডিজিটাল নিরাপত্তা আইনে হয়েছে ৭ হাজার মামলা

songsod-2306051323.jpg

জ্যেষ্ঠ প্রতিবেদক …….

সারাদেশে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ৭ হাজার ১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (৫ জুন) জাতীয় সংসদে গণফোরাম থেকে নির্বাচিত এমপি মোকাব্বির খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন ও উত্তর টেবিলে উত্থাপিত হয়।

আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অধস্তন আদালতগুলোতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মোট বিচারাধীন মামলা ছিল ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি এবং ফৌজদারি মামলা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top